নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যানের সাথে জেনটিয়াম প্রতিনিধিদের সাক্ষাৎ

সিডিএ চেয়ারম্যান এম.জহিরুল ইসলাম দোভাষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জেনটিয়াম সলিউশনস গ্রুপের প্রতিনিধিরা।

চট্টগ্রাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ ) নবনিযুক্ত চেয়ারম্যান এম. জহিরুল ইসলাম দোভাষের সাথে সাক্ষাতপূর্বক মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ান কোম্পানী জেনটিয়াম সলিউশনস গ্রুপের প্রতিনিধিরা। এ সময় সিডিএ চেয়ারম্যানকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিনিধি দল।

আরো পড়ুন : সীতাকুণ্ডে সাড়ে ৫শ ইয়াবাসহ হানিফের যাত্রী আটক
আরো পড়ুন : নিত্যপণ্যের বাজারে নজরদারী নেই, তাদের নজর লুটপাটে

সোমবার তাঁর কার্যালয়ে সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেনটিয়াম সলিউশনস গ্রুপের স্থানীয় প্রতিনিধি ওসমান গনি চৌধুরী, প্রকৌশলী মানস কুমার চৌধুরী, মো: মতিউর রহমান, সিডিএ‘র চীফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন সামস ও চীফ টাউন প্লেনার শাহিনুল ইসলাম প্রমুখ।

মতবিনিময়কালে চট্টগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য অস্ট্রেলিয়ান কোম্পানী জেনটিয়াম সলিউশনস গ্রুপ সিডিএ কে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।

শেয়ার করুন