জামিন মঞ্জুর, কারাগারেই থাকবেন ক্রিকেটার সানি

ক্রিকেটার আরাফাত সানি। ফাইল ছবি

ঢাকা : স্ত্রী দাবি করে এক তরুণীর দায়ের করা দুটি মামলার একটিতে জামিন দিয়েছেন আদালত।

তরুণীর সাথে সমঝোতা হলে তার অনাপত্তিতে একটি মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। তবে অপর মামলায় জামিন না পেলে কারাগারেই থাকবেন ক্রিকেটার সানি।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল ইসলাম মোল্লা এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, সানির স্ত্রী বলে দাবি করা তরুণী আদালতে উপস্থিত থেকে বলেছেন সানির সঙ্গে তার সমঝোতা হয়েছে। তাই সানির জামিনে তার  কোনও আপত্তি নেই। এরপরই সানিকে জামিন দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহমেদ সাংবাদিকদের বলেন, আরাফাত সানিকে মামলার বাদীনীর জিম্মায় আগামী ১০ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।

তিনি বলেন, এই সময়ের মধ্যে তারা সমস্যা মিটিয়ে ফেলতে পারে কি না তা দেখার জন্য সানিকে জামিন দেওয়া হয়েছে। যদি না মেটে, তাহলে জামিন বাতিল হবে।

গত ১ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন তার স্ত্রী দাবি করা ওই তরুণী। এর আগে গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছিলেন তিনি।

ক্রিকেটার সানিকে গত ১৯ জানুয়ারি ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নারী নির্যাতন দমন আইনের মামলায় বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে আরাফাত সানির সঙ্গে তার তরুণীর বিয়ে হয়। ২০১৫ সালের ২৯ জুলাই সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

শেয়ার করুন