ফটিকছড়িতে আসামী গ্রেফতারের জেরে রাস্তায় ব্যারিকেড

বেলাশেষে

ফটিকছড়ির নানুপুরে এক আসামীকে গ্রেপ্তারের জেরে নাজিরহাট ঝংকার মোড়ে ব্যারিকেড দিয়েছে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতারা। এসময় তারা টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ের উপর স্বাভাবিক যান-চলাচলে বাঁধা সৃষ্টি করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে ব্যারিকেড ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন নাজিরহাট ঝংকার মোড়ে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার নানুপুর এলাকায় এক নিয়মিত মামলার আসামীকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় নানুপুরের আওয়ামীলীগ নেতা জাকারিয়া জকুর ছেলে যুবলীগ নেতা ইকবাল পুলিশি কাজে বাঁধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আটক হওয়া ইকবালকে ছাড়িয়ে নিতে ঝংকার মোড়ে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় যুবলীগ, ছাত্রলীগের প্রায় শ’খানেক নেতা-কর্মী।

পরে ইকবালকে থানা পুলিশের হেফাজত থেকে মোসলেকা নিয়ে ছেড়ে দেন ফটিকছড়ি থানা পুলিশ।