বেলুচিস্তানে পাঁচতারকা হোটেলে হামলা, নিহত ৩

এই পাঁচ তারকা হোটেলে হামলা চালায় বন্দুকধারীরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।

শনিবার (১১ মে) স্থানীয় সময় পৌণে পাঁচটায় এ হামলা চালানো হয়।

খবরে বলা হয়, হামলার পর বেলুচিস্তানের বন্দর শহর গওয়াদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলের অধিকাংশ অতিথিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বন্দরটিতে চীনের মাল্টি বিলিয়ন ডলারের একটি প্রকল্পের কাজ চলছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। জঙ্গিগোষ্ঠীটি বলছে, চীনা বিনিয়োগে স্থানীয়দের খুব একটা লাভ হবে না। তাই বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তিন বন্দুকধারীর হামলায় হোটেলটির এক নিরাপত্তা রক্ষী নিহত হয়।