রমজানে রোহিঙ্গাদের পাশে পালস বাংলাদেশ

রমজানে রোহিঙ্গাদের পাশে পালস বাংলাদেশ

কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আত্মমানবতার সেবায় শুরু থেকে নিয়োজিত রয়েছে পালস বাংলাদেশ। নানাভাবে তারা আশ্রিত রোহিঙ্গাদের সেবা করে আসছে।

ইতিমধ্যে প্রায় ৩২’শ পরিবারে পবিত্র মাহে রমজানের সামগ্রি বিতরণ করেছে।

আরা পড়ুন : মানহীন ৫২ পণ্য বিক্রি বন্ধের নির্দেশ
আরো পড়ুন : নুসরাত সুন্দরী, আমি দেখতে সুন্দর নই

পালস বাংলাদেশের চীফ এক্সিকিউটিভ সাইফুল ইসলাম চৌধুরী কলিম জানান, পালস বাংলাদেশের পক্ষ থেকে রমজানের সামগ্রি বিতরণের অংশ হিসেবে প্রথম দিনে উখিয়ার পালংখালি হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ তে দেড় হাজার পরিবারে বিতরণ করা হয়েছে। এসব পন্যের মধ্যে ছিল ছোলা, চাল, ডাল, তেলসহ ৫ আইটেম।

ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইফ এর সহযোগিতায় এসব পন্য সামগ্রি বিতরণকালে উপস্থিত ছিলেন হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ ইনচার্জ-সিআইসি মো: আবদুল ওয়াহাব রাশেদ, আরআই ডাব্লিউ’র মনিটরিং স্পেশালিষ্ট জাফর আলম ও ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইফ এর কমিউনিকেশন কোঅর্ডিনেটর শফিউল আজম প্রমুখ।

সাইফুল ইসলাম চৌধুরী কলিম আরো জানান, কয়েকটি ক্যাম্প মিলে রমজানের এসব নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রি বিতরণ করা হয়েছে। ৩ হাজার ১’শ ৬৮ পরিবার পন্য এসব সামগ্রির আওতাভুক্ত ছিলো।