ঘন্টায় ১২ হাজার গ্যালন পানি পাবে কক্সবাজার পৌরবাসী

পৌরসভার মেয়র মুজিবুর রহমান অত্যাধুনিক পাম্প উদ্বোধন করেন

দীর্ঘদিনের পানি সমস্যা সমাধানের লক্ষ্যে কক্সবাজার পৌরবাসীর জন্য উন্নতমানের পাম্প বসানো হয়েছে। সোমবার (১৩ মে) কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান কেন্দ্রীয় বাস টার্মিনালে অত্যাধুনিক এ পাম্প উদ্বোধন করেন।

এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, ঘন্টায় ১২ হাজার গ্যালন পানি দেয়ার ধারণ ক্ষমতাসম্পন্ন এ পাম্পটি বসানোর ফলে পৌরসভার বিশাল একটি জনগোষ্ঠির দীর্ঘদিনের পানি সংকটের সমস্যা সমাধান হবে। বিশেষ করে কেন্দ্রীয় বাস
টার্মিনাল, টেকপাড়া, নুরপাড়া, পেশকারপাড়া, ফুলবাগ সড়ক, বড় বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দারা নিরবিচ্ছিন্নভাবে এ পাম্পের পানি সুবিধা ভোগ করবে।

পাশাপাশি আরো ৪টি পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে উল্লেখ করে ধারাবাহিকভাবে সব জায়গায় চলমান পানি সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনমতো উন্নতমানের পাম্প বসিয়ে পৌরবাসির শতভাগ সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন মেয়র।

পরে দোয়া মোনাজাতের মাধ্যমে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে পাম্প চালু করেন পৌর মেয়র।

এসময় কক্সবাজার পৌরসভার সহকারি প্রকৌশলী ও পানি সুপার ইঞ্জিনিয়ার টিটন দাশ, বিল ক্লার্ক আবদুল্লাহ, পাম্প চালক ফেরদৌস ও আবদুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।