ভুয়া চ্যানেলের সাংবাদিককে এক মাসের কারাদন্ড

ভুয়া চ্যানেলের সাংবাদিক

কক্সবাজার : এবার ভূয়া চ্যানেলের সাংবাদিক সায়মন সরওয়ার কায়েম (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মার্চ) উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া।

কারাদণ্ড পাওয়া ওই যুবক ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী ইউছুপেরখীল এলাকার নুরুল আলমের ছেলে। তিনি নিজেকে ‘এস চ্যানেল’ নামে এক ভুয়া টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিলেন।

পঙ্কজ বড়ুয়া জানান, বুধবার (৮ মার্চ) বিকালে ভূমি অফিসের এক কর্মচারীর কাছ থেকে চাঁদা দাবি করেন ওই যুবক। সন্দেহ হওয়ায় তাকে অফিসে বসিয়ে ওই টেলিভিশন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওই নামের কোনও টেলিভিশনের তথ্য না পাওয়ায় তাকে সাজা দেওয়া হয়।

তিনি আরও জানান, ওই যুবককে চাঁদাবাজি ও সরকারি কাজে বাঁধা সৃষ্টির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন