অস্ত্র ব্যবসায়ীর তালিকা উদ্দেশ্য প্রনোদিত, বিএনপি’র প্রতিবাদ

চট্টগ্রাম : দেশের একটি গোয়েন্দা সংস্থার তৈরী করা অস্ত্র ব্যবসায়ীদের তালিকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ অন্যান্য নেতাদের নাম অন্তর্ভুক্তিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে মহানগর বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ড. শাহাদাত হোসেন বলেন, ‘সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইছে। এরই অংশ হিসেবে নেতাকর্মীদের হয়রানির পথ বেছে নিয়েছে।’

শাহাদাত হোসেন আরও বলেন, ‘তালিকায় ক্ষমতাসীন সরকারের চাঁদাবাজ, অস্ত্র ব্যবসায়ী, হত্যা মামলার আসামিদের থাকার কথা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে তাদের বদলে সেখানে আমাদের নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ান, যুবদল সভাপতি কাজী বেলাল ও সম্পাদক মোশারাফ হোসেইন। তবে এসময় আবুল হাসেম বক্কর উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন