
মৃতদেহের কিডনি সংগ্রহে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, কিডনি প্রতিস্থাপনে আইনি জটিলতা দূর করতে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন প্রায় চূড়ান্ত। আশা করি দ্রুত সময়ের মধ্য প্রথমে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন ও পরে সংসদে সংশোধনী আইনটি পাশ হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ রেনাল এসোসিয়েশন বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাক্তারদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের জিম্মি করে আপনারা ধর্মঘট করবেন না। এটা করে মানুষকে কষ্ট দিবেন না। প্রতিবাদ জানানোর অনেক ভাষা আছে। আপনার মানববন্ধন করুন, প্রয়োজনে আমার কুশ-পুত্তলিকা দাহ করুন। কিন্তু টেবিলে রোগীকে ফেলে রেখে ধর্মঘট করবেন না।
বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ধরণের চাপ সৃষ্টি করে এর ব্যতয় ঘটানো যাবে না। আওয়ামী লীগ কোনো চাপের কাছে মাথা নত করবে না। কোনো নছিহতে কোনো কাজ হবে না।’
বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ, ক্যাম্পস সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ, বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের মহাসচিব ডা. নজরুল ইসলাম প্রমুখ।