মৎস্যজীবি দলের ইফতার মাহফিল ও আলোচনা সভায় ডা. শাহাদাত
গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে

মৎস্যজীবি দলের ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদাজিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সরকারের রোষানলের শিকার। তাই একের পর এক মিত্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে।

আরো পড়ুন : চাঁদা না পেয়ে ১২ লাখ টাকার রাবার গাছ কেটে দিল সন্ত্রাসীরা
আরো পড়ুন : আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধন উন্নত রাষ্ট্র থেকে এগিয়ে

শুক্রবার (১৭ মে) বিকালে নুর আহমদ সড়কস্থ মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, খুুব খারাপ আবস্থা আছে আমাদের দেশের কৃষকরা। তারা ধানের দাম পায় নাই বলেই ধান খেতে আগুন দিয়েছে। এই অবস্থা কোন সরকারের আমলে হয়নি। শুধু কৃষকরা নই শ্রমিকরাও খারাপ অবস্থায় আছে। শ্রমিকরা তাদের ন্যয্য মজুরী থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন, আজ মৎস্যজীবি ভাইদের কথা শুনছেনা সরকার। মৎস্য শ্রমিকরা নদী বা সাগরে মাছ আহরণ করে তাদের জীবিকা চলে। ফলে ৬৫ সরকারি নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছ ধরা বন্ধ করলে তাদের স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন অনাহারে দিন কাটাতে হবে উল্যেখ করে কতৃপক্ষের উদ্যেশ্য করে বলেন, যতদিন মাছ ধরা বন্ধ থাকবে ততদিন মৎস্যজীবী শ্রমিকদের অনুদান অথবা সরল সুদে ঋণ অথবা কোন প্রকল্পের মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তারা তাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে মরতে হবে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর মৎস্যজীবী দলের আহবায়ক হাজি নুরুল হকের সভাপতিত্বে সদস্য সচিব এডভোকেট আব্দুল আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহীম, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, এস কে খোদা তোতন, বিএনপি নেতা শামশুল হক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসিম চৌধুরী, যুগ্ম আহবায় জাকির হোসেন খান, উমর ফারুক পাটোয়ারি, কবির উদ্দীন মাস্টার, রফিকুল ইসলাম মধু, নগর বিএনপি নেতা হামিদ হোসেন, ইদ্রিস আলী, জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন চৌধুরী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ছালামতুল্লাহ বাবুল, উত্তর জেলার আহবায়ক শফিউল আলম চৌধুরী, সদস্য সচিব আব্দুল ওয়াহাব, আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মৎস্যজীবি দল নেতা এম এইচ মুরাদ, মোঃ মিঞা, মোঃ জাফর, সাইদুর রহমান টিটু, মাস্টার জসিম উদ্দিন , আনোয়ারুল ইসলাম, তৈয়মুর চৌধুরী।

শেয়ার করুন