চট্টগ্রাম : নগরীর ইপিজেড এলাকার নাবিক কলোনীতে অভিযান চালিয়ে দুই অবৈধ গ্রাহকের পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড এবং অপরজনকে ৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওয়াসার বকেয়া বিল অনাদায়ে বেশ কয়েকজন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয় বেশ কয়েকটি মোটর।
সোমবার (২০ মে) ইপিজেড এলাকার নাবিক কলোনীর আশ পাশের এলাকায় অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, ওয়াসার বৈধ আবাসিক সংযোগ নিয়ে অবৈধ ভাবে পানি বিক্রির কারনে ২ জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও ১ জনকে ৪ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এ ছাড়াও বকেয়া আদায়ে কয়েকজন গ্রাহকের পানির সংযোগ বিচ্ছিন্ন ও মোটর জব্দ করা হয়।
অভিযান চলাকালে চট্টগ্রাম ওয়াসার রাজস্ব কর্মকর্তাগণ, এলাকার সাধারণ মানুষ এবং সিএমপির পুলিশের একটি টীম স্বতঃস্ফুর্ত সহযোগিতা করেন। বিষয়টি নিশ্চিত করে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার বলেন, সুষ্ঠু পানি সরবরাহের লক্ষ্যে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।