শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিবার পেলো ১২ লাখ টাকার অনুদান

সীতাকুণ্ড : বার আউলিয়ায় দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিবারকে ৬ লাখ টাকা করে ১২ লাখ টাকা অনুুুুদান দিয়েছে প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ।

বুধবার (২১ মে) দুপুর ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে বিএসবিএ এর সভাপতির অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত হামিদুর রহমান মন্ডল (৩০) ও মুজিবুল হক রুবেল (২৫) পরিবারের হাতে ক্ষতিপূরণে অনুদান প্রদান করা হয়।

আরো পড়ুন : ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, আটক ১
আরো পড়ুন : নৌ-পথ নিরাপত্তায় যাত্রী কল্যাণ সমিতির ১৮ দফা প্রস্তাব

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রণালয়ের উপ-সচিব (অডিট) আবুল খায়ের, বাংলাদেশ শিপব্রেকিং এন্ড রি-সাইক্লিং এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের, বিএসবিএ’র নির্বাহী সদস্য এনইউএন জাহাঙ্গীর চৌধুরী, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম নুরুন্নবী, শ্রম ও কল কারখানা অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাস ও পরিদর্শক শুভংকর দত্ত, বিএসবিএ এর সচিব এম.এ সিদ্দিক, সহকারী সচিব নাজমুল ইসলাম, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন লিঃ জি.এম মোঃ নজরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মোঃ সাব্বির চৌধুরী, শ্রমিক নেতা শফর আলী, শফি বাঙালি।

অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের প্রত্যেকের পরিবারের জন্য ৬ লাখ টাকা করে (শ্রম আদালতের মাধ্যমে ২লক্ষ টাকা ও আরো ৪ লাখ টাকার চেক) মোট ১২ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ মে ঐ শিপব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত একটি জাহাজের গ্যাস সিলিন্ডার কাটিং করার সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই অগ্নিদ্বগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয় ,আহত হয় ১০ শ্রমিক। এদের মধ্যে ৭ জন দগ্ধ হয়।