
আনোয়ার হাসান চৌধুরী (কক্সবাজার) : পাহাড়ি ঢলে ভেসে আসা জেলার মহেশখালীর মাতারবাড়ী থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। পরে চিত্রা হরিণটি চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি.এম ছমি উদ্দিন ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম মুঠোফোনে বিষয়টি অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা মাতারবাড়ী থেকে চিত্রা হরিণটি চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।