নগরীতে আত্মগোপনে থাকা জামায়াত নেতা গ্রেফতার

চট্টগ্রাম: নগরীতে আত্মগোপনে থাকা নোয়াখালীর ‍জামায়াত নেতা হাজী মো.বেলাল হোসেনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উসকানিমূলক এবং তিনটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টায় বেলালকে নগরীর মাঝিরঘাটে ভূঁইয়া ট্রেডিং করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে আটক করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের পর শুক্রবার (১০ মার্চ) দুপুরে বিষয়টি প্রকাশ করেছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (উত্তর) কাজল কান্তি বড়ুয়া বলেন, চট্টগ্রামে এসে আত্মগোপনে থেকে ব্যবসায়ীর ছদ্মবেশে বেলাল রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিল। বেলাল নোয়াখালীর সেনবাগ পৌরসভা জামায়াতের সহ সভাপতি ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৮টি মামলার পলাতক আসামি।

‘নাশকতার উদ্দেশ্যে জামায়াতকে সংগঠিত করতে বেলাল বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালানোর পর বৈঠক থেকে ১০-১২ জন পালিয়ে যায়।’

এছাড়া বেলাল ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে নগরীর সদরঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন কাজল কান্তি চৌধুরী।

শেয়ার করুন