খুনের আসামি অমিত মুহুরী খুন চট্টগ্রাম কারাগারে

যুবলীগ নেতা অমিত সিআরবির জোড়া খুনেরও আসামি

চট্টগ্রাম : সিআরবির জোড়া খুনসহ অন্তত ১৩ মামলার আসামী সন্ত্রাসী অমিত মুহুরি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে কারাগারে ‘কয়েদিদের মধ্যে মারামারিতে’ নিহত হন তিনি।

বুধবার (২৯ মে) রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খুরশীদ আনোয়ার চৌধুরী জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে অমিত মারা যায়। তিনি বলেন, “অমিতের আঘাত ছিল মাথায়। গুরুতর ওই ক্ষত বন্ধ করার চেষ্টায় ২৬টা সেলাই দেওয়া হয়েছিল।”

আরা পড়ুন : প্রেমবিচ্ছেদেই আত্মহত্যা করেছিলেন মডেল রাউধা
আরো পড়ুন : চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, কারাগারের ৩২ নম্বর সেলে রিপন নামে এক কয়েদির সঙ্গে অমিতের মারামারি হয়। ওই সময় মাথায় গুরুতর আঘাত পান অমিত। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃ্ত্যু হয়।

কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী অমিতের বিরুদ্ধে ২০১৪ সালে রেলের দরপত্র নিয়ে জোড়া খুনসহ অন্তত ১৩টি মামলা ছিল।

সর্বশেষ রাউজানের ইমরানুল করিম ইমন হত্যা মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পুলিশ অমিতকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে। তারপর থেকেই অমিত কারাগারে ছিলেন।

শেয়ার করুন