শিডিউল বিপর্যয়
যাত্রীদের কাছে ক্ষমা চাইলেন রেলমন্ত্রী

কমলাপুর স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ঈদযাত্রার প্রথম দিনেই চরম শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন রেলের যাত্রীরা। সব ট্রেন প্রায় ২ থেকে ৫ ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়েছে। সেজন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন মন্ত্রী।

আরো পড়ুন : ডাকসুর আজীবন সদস্য হলেন প্রধানমন্ত্রী

রেলমন্ত্রী বলেন, আজকে যেটা দেরি সেই দেরিটাকে আমাদের মেনে নিতে হচ্ছে। রংপুর এক্সপ্রেসে যাচ্ছেন, তাদের কাছে রেলমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, সফলতা ব্যর্থতা জনগণ বিচার করবে। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় রেল ভালো সেবা দিচ্ছে।

শেয়ার করুন