সীমান্তে ফের মালিক বিহীন নৌকায় সাড়ে ৯লাখ ইয়াবা!

ঈদ সামনে রেখে মৃত্যুর মিছিলের সাথে পাল্ল দিয়ে বাড়ছে ইয়াবা আমদানী।প্রায় সাড়ে ৬লাখ ইয়াবার চালান আটকের একদিন না ফুরাতেই কক্সবাজারের টেকনাফে ফের ৯লাখ ৬২হাজার পিস ইয়াবা ভর্তি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংশ্লিষ্টরা। ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খাঁন প্রেস ব্রিফিংএ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,শনিবার ১জুন রাতে ২বিজিবি দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল নাফনদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছিল।রাত সাড়ে ৯টারদিকে জাদিমুরা বরাবর (বিআরএম-৯) এর নিকটবর্তী এলাকা দিয়ে হস্তচালিত একটি নৌকা বাংলাদেশের অভিমূখে আসলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে।এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে নৌকা আরোহী লোকজন গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এতে বিজিবি জওয়ানরা আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি চালায়। তবে ঘটনাস্থল তল্লাশী করে কাউকে পাওয়া যায়নি।পরবর্তিতে মালিকবিহীন কাঠের নৌকাটি তল্লাশী করে কয়েকটি বস্তাসহ নৌকাটি জব্দ করা হয়।পরে বস্তাগুলো ব্যাটালিয়ন সদরে নিয়ে তার অভ্যান্তরে থাকা ৯লাখ ৬২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন