[caption id="attachment_41688" align="aligncenter" width="720"]
নারীসহ ৩ মাদক বিক্রেতা আটক বায়েজিদে[/caption]
চট্টগ্রাম : নগরীর আরেফিন নগরের সাউদার্ন ইউনির্ভাসিটির সামনের সড়ক থেকে নারীসহ ৩ মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন উপ পরিদর্শক দিপংকর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টীম।
আরো পড়ুন : ভালবাসায় সিক্ত বিশ্বখ্যাত খাগড়াছড়ির তিন ফুটবল কন্যা
আটকরা হলেন, মৃত লাল মিয়ার ছেলে মাে. সেলিম (৩৬), শফিক মিয়ার স্ত্রী খোরশিদা বেগম (২৫) ও ইউসুফ আলীর ছেলে মো. বাবুল। তারা প্রত্যেকে আরেফিন নগর এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে, বায়েজিদ বোস্তামী থানার অফিসা ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, পুলিশের কাছে তথ্য ছিল আসামীরা দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক বিক্রয় করছে। আজ গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত