[caption id="attachment_41830" align="aligncenter" width="400"]
ভ্রাম্যমাণ আদালত[/caption]
অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা করায় চট্টগ্রামের তিনটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার ইপিক মার্কেটের তিনটি ফার্মেসিতে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আলী হাসান।
অভিযানে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিক্যাল হলকে ২০ হাজার এবং ডায়মন্ড ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আলী হাসান বলেন, ফার্মেসিগুলো ওষুধ বিক্রির পর ক্যাশমেমো দিচ্ছিল না, এছাড়া অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ বিক্রি করছিল। এছাড়া ওষুধে নির্দেশিত তাপমাত্রায় তা সংরক্ষণ করার বিষয়টি দেখা যায়নি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত