চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের ব্যস্ততম এলাকা টাইগারপাস মোড়ে চলন্ত বাসের চাপায় কাজলী সাহা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত কাজলী সাহা চাঁদপুর সদরের মুখার্জী গ্রামের কনাই সাহার স্ত্রী। ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, ১০ নম্বর রুটের একটি বাস ও্তই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, বাসচাপায় আহত কাজলী সাহা নামে এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত