সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হন। সড়ক দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক এর নাম সবুজ। সে ক্রিস্টাল শিপ ব্রেকিং ইয়ার্ডের সুপারভাইজার হিসেবে চাকরি করতো। সে নোয়াখালী উপজেলার শফিউল আলমের ছেলে বলে জানা যায়।
জানা যায়, বুধবার (১৯ জুন) রাত ৯টায় মোটর সাইকেল চালিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে উপজেলার শীতলপুরের নাজিয়া রোলিং মিলের সামনে একটি কন্টেনারবাহি লড়ি তাকে ধাক্কা দেয়, এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধিন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত