শেখ কামাল স্মৃতি সংসদের সভায় ফরিদ মাহমুদ
বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি

শেখ কামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেছেন, গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে জনমত অনুকূলে আনার দিন শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাজনীতিকদের জন্য সেই সুযোগ চিরতরে বন্ধ করে দিয়েছেন।

শনিবার (১১ মার্চ) নগরীর ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ড শেখ কামাল স্মৃতি সংসদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশে শিক্ষিতের হার বাড়ছে। ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। এখন মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা খুব কঠিন। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন।

নগরীর আনন্দবাজার মুনিরনগরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন সোহেল।

মাসুদ পারভেজ সোহেল ও কুতুব উদ্দিন ফয়সালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মুনিরী, নগর যুবলীগের সদস্য এস এম সাঈদ সুমন, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহাম্মদ, বন্দর থানা আওয়ামী লীগ নেতা এস এম নাছিল উদ্দিন, মিজানুল হক, আশরাফুল গণি, নগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের কেন্দ্রীয় নেতা সরওয়ার আলম মনি, নগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, নগর ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ, যুবনেতা ইয়াছিন ভূঁইয়া, ইকবাল আল নূরী, মো. দুলাল।

শেয়ার করুন