ঢাকায় আসছেন বান কি মুন

বান কি মুন। ছবি সংগৃহীত

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আগামী মাসে ঢাকায় আসছেন। এছাড়া আগামী ১৩- ১৫ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন।

শনিবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ তাকেদু ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে উচ্চ পর্যায়ের ব্যাক্তিরা বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৮-১১ জুলাই জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।

আরো পড়ুন : সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক কমিটি গঠন

এছাড়া আগামী ১৩- ১৫ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য।

আরাে পড়ুন : রামুতে এবার খাদ্য উৎপাদন দ্বিগুন হবে: এমপি কমল

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

শেয়ার করুন