হোসনে আরা-সিরাজ ফাউন্ডেশন’র গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দেশের খ্যাতনামা আবৃত্তি শিল্পী ফারজানা করিমের স্বরচিত একক আবৃত্তি সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান ‘হোসনে আরা- সিরাজ ফাউন্ডেশন’র উদ্যোগে শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম নগরীর ফুলকী এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও সাইটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং স.ম জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান লায়ন নাদের খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মহিউদ্দিন শাহ আলম নিপু, ইস্টার্ন গ্রুপের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক এসএম আবু তৈয়ব,

চট্টগ্রামস্থ কুমিল্লা জেলা সমিতির সভাপতি লায়ন মো. কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ, সাধারণ সম্পাদক লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দৈনিক যুগান্তর’র চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রামস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা,

চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম থানা জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খায়েজ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহ আলম, চট্টগ্রামস্থ কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, হাব, চট্টগ্রাম জেলার সভাপতি মো. শাহ আলম ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারজানা করিম।

অনুষ্টানের শুরুতে আবৃত্তি সন্ধ্যায় একক আবৃত্তি পরিশেন করেন দেশের খ্যাতনামা আবৃত্তি শিল্পী ও টিভি উপস্থাপিকা ফারজানা করিম। বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পীর পিতা মো. রেজাউল করিম। পরে প্রত্যেক গুণী ব্যক্তির হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান ।

প্রধান অতিথি মো. আবদুল মান্নান বলেন, দেশে দীর্ঘকাল ধরে গুণীজনেরা সংবর্ধিত হয়ে আসছে। যারা সংবর্ধিত তারা অবশ্যই গুণী ব্যক্তি। শিল্প, সাহিত্য,সংস্কৃতি,সমাজসেবা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। রাতারাতি গুণী হওয়া যায়না। পৃথিবীতে গুণী হওয়ার জন্য অনেক পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়। যে দেশে গুণীজনকে মুল্যায়ন করা হয়না, সে দেশে গুণী মানুষের জন্ম খুব কম হয়। আবৃত্তি শিল্পী ফারজানা করিমের একক কবিতা শুনে প্রশংসা করেন তিনি।

শেয়ার করুন