

চট্টগ্রাম: নগরীর সিটি গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল জলিল নোয়াখালী জেলার সোনাইমুরী থানার বাসেতপুর এলাকার আবদুল মান্নানের ছেলে।
তিনি নগরীর আকবরশাহ থানাধীন ফিরোজ শাহ কলোনি এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর জানান, রাস্তা পার হওয়ার সময় চলন্ত ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
জলিলকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।