চট্টগ্রামে প্রতারণার অভিযোগে ৪ জন গ্রেফতার

চট্টগ্রামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে চাকরি দেওয়ার নামে বিভিন্ন যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নিত তারা। নিজেদের পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে য়ুবকদের নিকট প্রতারণার ফাঁদপাততো। শনিবার (২২ জুন) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলো, চিরঞ্জীব দাশ প্রকাশ রঞ্জীব (৫৬), দুলাল আহমেদ (৫৫), খোরশেদ (৪০) ও সজল (৩৫)। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বিডি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ও সহকারী পুলিশ কমিশনার পীযূষ চন্দ্র দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, মো. সুজন নামে এক যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চকবাজার থানাধীন গোলজার মোড় এলাকা থেকে প্রতারক চক্রটির চারজনকে গ্রেফতার করা হয়।

তারা সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার নামে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেছে।

শেয়ার করুন