বান্দরবান থেকে ৬ রোহিঙ্গা আটক

বান্দরবান সেনানিবাসের এমডিএস এলাকায় নিজের পরিচয় গোপন করে শ্রমিকের কাজ করার সময় আটক করা হয় ৬ রোহিঙ্গাকে। সোমবার (২৪ জুন) দুপুরে আটক করার পর তাদের সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আরো পড়ুন : ফাঁসিতে ঝুলে রহস্যজনক মৃত্যু গৃহবধূর

সোমবার (২৪ জুন) বিকেলে তাদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়। আটককৃতরা হলো মোহাম্মদ আমানুল্লাহ (২৬), মো. এনায়েত (১৭), মো. রহিম মোল্লা (১৪), জাফর আলম (২৮), মোহাম্মদ জোবায়ের হোসেন (১৮), মোহাম্মদ সিরাজ (১৫)। এরা শরণার্থী শিবিরের বিভিন্ন ব্লকের বাসিন্দা। একটি সংঘবদ্ধ চক্র এসব রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে বান্দরবানের বিভিন্ন জায়গায় নিয়োজিত করে আসছিল।

আরো পড়ুন : ইন্দোনেশিয়া কেঁপে উঠল ৬.১ মাত্রার ভূমিকম্পে

জানা যায়, রোহিঙ্গা পরিচয় গোপন করে এরা গত কয়েকদিনে সেনানিবাসের এমডিএস এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল। সোমবার (২৪ জুন) এদের সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয়দেয়।

তাদের বান্দরবান সদর থানায় সোপর্দ করার পর সেখান থেকে তাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে স্থানান্তর করা হয়।

শেয়ার করুন