[caption id="attachment_42451" align="alignleft" width="684"]
নিহত[/caption]
বান্দরবান: নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু রাজারকুল ইউনিয়নের সেনানিবাসের উত্তরে ছাগলিয়াকাটা গ্রামের কালাপাইন্না এলাকায় বন্য হাতির আক্রমণে হাসান আলী (৬২) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২৪ জুন) আনুমানিক রাত ১১ টার দিকে তিনটি বন্য হাতি স্থানীয় বাসিন্দা হাসান আলীর বাড়ির উঠানে কাঁঠাল খেতে আসে। এ সময় হাসান আলী বাড়ি থেকে বের হয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নিহতের ছেলে নুরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতির পাল তাদের বাড়ির আঙ্গিনায় কাঁঠাল খাওয়ার জন্য আসলেই ওই সময় বাবা হাতি গুলোকে তাড়াতে বাড়ি থেকে বের হলে হাতি তেড়ে এসে আমার বাবার উপর আক্রমণ করে এবং ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পরে স্থানীয় লোকজন বাবার মৃতদেহ উদ্ধার করে।
রাজারকুল রেঞ্জকর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, হাতির আক্রমণে নিহতের ঘটনা শুনেছি । বিষয়টি খুবই দুঃখজনক।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত