
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ডেঙ্গুজ্বরের প্রকোপ দেখা দিয়েছে সারাদেশে। জুন মাসে গড়ে প্রতিদিন ১৪ জন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
এর মধ্যে ১৯ ও ২০ জুন ৯১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি উদ্বেগজনকই বলতে হবে। কারণ এখনও পুরো মাত্রায় বর্ষা মৌসুম শুরু হয়নি।
এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ এত বেশি হলে ঘোর বর্ষায় প্রতিনিয়ত ড্রেন, নালা ও খানাখন্দে জমে থাকা পানির কারণে সমস্যা আরও গভীর আকার ধারণ যে করবে না, তা জোর দিয়ে বলা যায় না। আশার কথা ২০১৯ সালে ডেঙ্গু ডিজিজ সার্ভিলেন্স জোরদারের অংশ হিসেবে অনেক নতুন বেসরকারি-সরকারি হাসপাতাল থেকে রিপোর্ট সরবরাহ করা হচ্ছে।
বর্তমানে আক্রান্ত মানুষের রক্ত পরীক্ষা করে সেরোটাইপ-৩-এর অস্তিত্ব পাওয়া গেছে। এর আগে সেরোটাইপ-১ ও ২-এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত ৭০৭ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
এতে নারী-পুরুষ-শিশু- সব ধরনের রোগীই রয়েছেন। তাদের মধ্যে জুনেই ভর্তি হয়েছেন ৪৪০ জন। এর মধ্যে দু’জন মারা গেছেন। এর আগে এপ্রিলে মারা গেছেন দু’জন।
গত বছর ৯ হাজার ২২৮ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়ে ২৪ জন মারা যান। এবার মৃত্যুর সংখ্যা কম বলে অবহেলা করার কোনো সুযোগ নেই। যথাযথ ব্যবস্থা নেয়া হলে ডেঙ্গুর মতো এডিস মশাবাহী রোগে মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনা অসম্ভব হবে না।
একটা সময় ডেঙ্গু বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছিল, কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর কর্তৃপক্ষ সম্ভবত বিষয়টিতে ঢিল দেয়। ফলে এটির আবারও বড় আকার ধারণ করার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমাদের সমস্যা হল সাময়িক স্বস্তি দেখা দিলে দায়িত্বশীলরা ঢিলেমি করে পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যায়।
ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ডেঙ্গু নিরোধ কার্যক্রমে যেন ঢিলেমি না হয় তা নিশ্চিত করতে হবে। মশক নিধন কার্যক্রমে জোরদার ভূমিকা রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত যে কোনো রোগের ক্ষেত্রেই ইতিবাচক ফল আশা করা যায়।












