ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার একটি পিকনিক মিনিবাস খাদে পড়ে অন্তত ১১ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শ্রীনগরের সৌরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ৯ জন ছাত্রী ও দুই জন ছাত্র। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী। ভারতের দক্ষিণাঞ্চলের শপিয়ান শহরের কাছে আঁকাবাঁকা পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ছিটকে খাদে গিয়ে পড়ে।
আরো পড়ুন : উইমেন পুলিশ এওয়ার্ড পাচ্ছেন ওসি মহসিন
জম্মু কাশ্মীরের পুঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার জানান, গাড়িটির অতিরিক্ত গতি থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে গাড়িটি রোড ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় এবং পরে সেটি খাদে পড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মীরা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত