চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক পদে বিপ্লব গাঙ্গুলীর যোগদান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী

চট্টগ্রাম : চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক পদে যোগ দিয়েছেন বাকলিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলী।

সোমবার (১ জুলাই) সকালে কর্মস্থলে যোদ দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেন।

আরো পড়ুন : বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দায়িত্ব গ্রহণশেষে দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারির সাথে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় সকলের সহযোগিতা কামনা করে ড. বিপ্লব গাঙ্গুলী বলেন, দপ্তরকে গণমুখী সেবামূলক দপ্তরে পরিণত করার আহ্বান জানান। সেবা প্রত্যাশীদের কোন ধরণের হয়রানী সহ্য করা হবে না বলেও হুশিয়ার করেন।

ড. বিপ্লব গাঙ্গুলী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা গ্রামের মাস্টার হারিপদ গাঙ্গুলীর সন্তান। ১৯৯৯ সনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। চাকুরী জীবনে আশলতা কলেজ, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও বাকলিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন।

শ্রদ্ধার্ঘ নিবেদনের সময় বোর্ড সচিব অধ্যাপক মোহাম্মদ শওকতুল আলম, উপ পরিচালক নারায়ণ চন্দ্র নাথ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিক আলম, মো. রেজাউল করিম, শুভানন বড়ুয়া, সৌমন বড়ুয়া, গোলাম কিবরিয়া, মো. আজিজুল ইসলাম, মোহাম্মদ জাহেদ উদ্দিন সুলতান, মো. জাকির হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. বেলাল হোসেন, কিরীটি দত্ত, সুমন কান্তি দে, আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন