ঘটনাটি ২০১৪ সালের। আলবের্তা ফেডারেল কোর্টের বিচারক রবিন ক্যাম্পের আদালতে একটি ধর্ষণ মামলার বিচার চলছিল।
বিচার কার্য চলার সময় ধর্ষণের শিকার এক নারীকে বিচারক বলেছিলেন, আপনি কি দুই হাটু একসঙ্গে রাখতে পারেননি?
এমন প্রশ্ন করায় একটি বিচারিক প্যানেল তাদের প্রতিবেদনে ওই বিচারককে তার পদ থেকে সরিয়ে দেয়ার সুপারিশের পর পদত্যাগ করেছেন কানাডার ফেডারেল কোর্টের ওই বিচারক।
এ ঘটনার পর কানাডার জুডিশিয়াল কাউন্সিল তার ব্যাপারে ১৫ মাস পর্যালোচনা চালায়। এসময় তারা এক ডজনের বেশি মানুষের কাছ থেকে অভিযোগ পায়।
রিভিউ শেষে গত বৃহস্পতিবার (৯ মার্চ) তারা প্রতিবেদন দাখিল করে। এতে তারা ওই বিচারক রবিন ক্যাম্পকে অপসারনের নির্দেশ দেয়।
ওই প্রতিবেদন জমা দেয়ার এক ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করে বলেন, ওই বক্তব্যে দেয়ায় আমি দুঃখিত।
কানাডার ফেডারেল বিচারমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত