[caption id="attachment_4284" align="alignleft" width="204"]
সীতাকুণ্ডের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ মিষ্টি ধ্বংস করা হয়। ছবিটি প্রতীকী[/caption]
চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মিষ্টির কারখানায় অভিযানে গিয়ে মিষ্টির রসের মধ্যে ‘বিড়াল আকৃতির’ ইঁদুর পড়ে থাকতে দেখেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই রসে ভাসছিল পোকামাকড়, মশা আর গাছের পাতাও। অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক সুনির্মল সেন লিটনকে এক লাখ টাকা জরিমানা করে ১৫ দিনের জন্য দোকানটি বন্ধের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ মার্চ) বিকেলে সীতাকুণ্ড পৌরসদরে অমলেন্দু সেন সুইটস নামে একটি মিষ্টির দোকানের কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, কারখানাটিতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি হচ্ছিল। কয়েক মাস আগের পুরনো রসে জমেছে দুই ইঞ্চি পুরু ছত্রাক। ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে রাখা হয়েছে তাদের তৈরি মিষ্টি দই। আবার দইয়ের কোন মেয়াদও নেই। এছাড়া পোড়া কালো তেল দিয়ে মিষ্টি বানানো হচ্ছিল বলে জানিয়েছেন রুহুল আমিন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত