চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চট্টগ্রাম : নগরীর হালিশহরে একটি ভাড়া বাসায় থাকতেন তারা দুই বন্ধু। রোববার (১২ মার্চ) গভীর রাতে বন্ধু মাসুদকে ছুরিকাঘাত করে তার টাকা-পয়সা মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছেন আরেক বন্ধু হোসেন। তবে কি কারণে এ ঘটনা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে হালিশহর থানা পুলিশ।

প্রতিবেশি সাগর ও আবুল কাশেম নামে দুজন মিলে রাতে রক্তাক্ত মাসুদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত ৩টার দিকে মাসুদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া।

হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান জানান, হোসেন টেম্পু চালায়। মাসুদের পেশা কি সেটা এখনও জানতে পারিনি। হোসেন মাসুদকে ছুরি মেরে পালিয়ে গেছে। কি কারণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটল সেটাও এখনও জানতে পারিনি।

মাসুদের বাড়ি সন্দ্বীপ ইউনিয়নের মুছাপুরে। হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের দুই নম্বর সড়কে তিন নম্বর বাসায় ব্যাচেলর হিসেবে হোসেন ও মাসুদ একসাথে থাকত।

রক্তাক্ত অবস্থায় মাসুদকে হাসপাতালে নিয়ে আসা সাগর জানিয়েছেন গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে আমি পাশের রুম থেকে মাসুদের রুমে যাই। এসময় হোসেন দ্রুত রুম থেকে বের হয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় মাসুদ কাতরাচ্ছিল। আমি এবং আমার রুমমেট কাশেম মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, হোসেন ছুরি মেরে মাসুদের টাকাপয়সা ও মোবাইল নিয়ে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি।

শেয়ার করুন