বঙ্গবন্ধুর আদর্শে যুব মহিলালীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যুব মহিলালীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

খাগড়াছড়ি জেলা যুব মহিলালীগের আহবায়ক বিউটি রানী ত্রিপুরার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারজানা আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ সদস্য যুব নেতা পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা।

এ সময় মহিলা আওয়ামী লীগ নেত্রী বাশরী মারমা, অন্তরা খীসা, খাগড়াছড়ি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদিকা কেলী চৌধুরীসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার আদর্শকে হৃদয়ে লালন করে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের সহায়ক শক্তি হিসেবে যুব মহিলালীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে সব সময় জননেত্রীর হাতকে শক্তিশালী করতে সংগঠনকে গতিশীল ভাবে পরিচালনা করার মাধ্যমে নারীর অধিকারে সচেষ্ট থাকতে হবে।