[caption id="attachment_43000" align="aligncenter" width="684"]
.[/caption]
সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে দুইশ যাত্রী নিয়ে সীতাকুণ্ডের কুমিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় বিআইডব্লিউটিসির জাহাজ এমভি মতিন।
শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রওনা দেয়া এ জাহাজটি ঘণ্টা দুয়েকের মধ্যে কুমিরা ঘাটে এসে পৌঁছানোর কথা থাকলেও মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তা সম্ভব হয়নি। যাত্রী নিয়েই সাগরে ভাসতে থাকে।
পরে জাহাজের টেকনিশিয়ানরা ইঞ্জিন মেরামতের পর বিকেল সাড়ে ৩টার দিকে এটি কুমিরা ঘাটে এসে পৌঁছায়। এতে দুর্ভোগে পড়েন জাহাজের যাত্রীরা।
কুমিরা ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ১৯৬ জন যাত্রী নিয়ে গুপ্তছড়া ঘাট থেকে কুমিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় বিআইডব্লিউটিসির জাহাজ এমভি মতিন। পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে পড়লে জাহাজটি সাগরে ভাসতে থাকে।
তিনি বলেন, জাহাজের টেকনিশিয়ানরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইঞ্জিন মেরামত করেন। বিকেল সাড়ে ৩টার দিকে জাহাজটি কুমিরা ঘাটে এসে পৌঁছায়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানান, বিকেল সাড়ে তিনটার দিকে জাহাজ এমভি মতিন নিরাপদে কুমিরা ঘাটে এসে পৌঁছায়। সব যাত্রীকে জাহাজ থেকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত