গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে। রোববার(৭ জুলাই) সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়। চলবে দুপুর দুইটা পর্যন্ত।
সকালে নগরীর নিউমার্কেট, আগ্রাবাদ বাদামতলী মোড়, জিইিস মোড়, মুরাদপুর, চট্টগ্রাম প্রেস ক্লাব, ওয়াসা মোড়, লালখান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, নিয়মিত যেভাবে গাড়ি চলে সেভাবেই চলছে। হরতালের প্রভাব নেই। কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি।
নগরীর স্কুল-কলেজেও খোলা রয়েছে। নগরীর কোথাও পিকেটিং চোখে পড়েনি।
বাম গণতান্ত্রিক জোটের এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।
বাম গণতান্ত্রিক জোট বলছেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহনব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে।
অপরদিকে চট্টগ্রাম মহানগরীর বাইরে বিভিন্ন উপজেলায় একই চিত্র চোখে পড়ে। শহর থেকে সীতাকুণ্ড মিরসরাই বারৈয়ারহাটের বাধর পরিবহণ,উত্তরা পরিবহণসহ সব ধরণের যান চোখে পড়ে।সাতকানিয়,রাউজান,বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রামে একই হরতালের প্রভাব চোখে পড়ে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত