প্রযুক্তি সহায়তায় ডবলমুরিং থানা পুলিশের পাশে কেএসআরএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ডবলমুরিং থানায় ক্লোস সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনে আর্থিক সহায়তা দিয়েছে দেশের বৃহত্তম শিল্পগ্রুপ কেএসআরএম।

এ উপলক্ষে সোমবার (৮ জুলাই) কেএসআরএম’র প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ডবলমুরিং থানার পক্ষে চেক গ্রহণ করেন ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন।

আরো পড়ুন : পর্যটনমূখী আধুনিক শহর হবে খাগড়াছড়ি : পৌরসভা মেয়র
আরো পড়ুন : নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা

মোহাম্মদ জহির হোসেন বলেন, সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা না গেলে অপরাধীকে আইনের আওতায় আনা কঠিন। কেএসআরএম’র সহায়তায় ডবলমুরিং থানা এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের কারণে অপরাধীকে যেমন সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে, তেমনি এ এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে।

ডবলমুরিং থানা এলাকায় সিসি ক্যামেরা স্থাপনে আর্থিক সহায়তা দেয়ায় কেএসআরএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান পুলিশের এ কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, কেএসআরএম’র মানবসম্পদ বিভাগের জিএম সৈয়দ নজরুল আলম, মার্কেটিং বিভাগের জিএম জসিম উদ্দিন, লিগ্যাল অ্যাডভাইজার লে. কর্নেল (অব.) জাহিদুল আহসান, ব্রান্ড কো-অর্ডিনেটর মুনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার মিজান-উল-হক প্রমুখ।

শেয়ার করুন