[caption id="attachment_43188" align="aligncenter" width="720"]
রামুতে ২ হাজার ইয়াবাসহ ৩ কারবারী আটক[/caption]
বান্দরবান : জেলার নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু থানা পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রামু শ্রীমুরা এলাকার ৭ নং ওয়ার্ড পূর্বপাড়ার খায়ের আহম্মদের পুত্র রায়হান উদ্দীন (১৭), কলঘর বাজার ১নং ওয়ার্ড এলাকার মৃত গোলাম আকবরের পুত্র নুরুল আলম (৩৫), উখিয়া পশ্চিম পালংখালী ৭নং ওয়ার্ড এলাকার মৃত রফিকের পুত্র আইয়ুবুল ইসলাম প্রকাশ সুরুজ (৩০)।
আরো পড়ুন : ঢাকায় আসছেন আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডসের রানী
আরো পড়ুন : ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে লামা প্রশাসনের অভিযান
পুলিশের উপ-পরিদর্শক মামুন জানান, সোমবার (৮ জুলাই) রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে রামুর কলঘর বাজার একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত