সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিক দগ্ধ

ফাইল ছবি

সীতাকুণ্ডের বারআউলিয়া সাগর উপকুলে ক্রীস্টাল শিপার্স শিপ ইয়ার্ড নামে একটি জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় এক শিপইয়ার্ড শ্রমিক দগ্ধের ঘটনা ঘটেছে। দগ্ধ শ্রমিকের নাম আলাউদ্দিন (৪৩)।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কাজ করার সময় স্ক্র্যাপ লোহা টানার যন্ত্রটি ছিড়ে হাইড্রোলিক তেলের মধ্যে পড়লে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয় আলাউদ্দিন। পরে সহকর্মীরা তাকে দ্রত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন : প্রকল্প বাস্তবায়নে পাহাড়ি-বাঙ্গালী বৈষম্যের প্রতিবাদ পিবিসিপির
আরো পড়ুন : চট্টগ্রাম থেকে নিখোঁজ কলেজ ছাত্রী তাছমিনা

আলাউদ্দিন বর্তমানে চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। আলাউদ্দিনের মাথার পিছনে ও কোমরের নিচের অংশের প্রায় ৪০ শতাংশ পুড়ে যায়।

চমেক হাসপাতালে এ এস আই আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিপ ইয়ার্ডের দগ্ধ এক শ্রমিককে চমেকে আনা হয়েছে। আলাউদ্দিন নামে এক শ্রমিক সীতাকুণ্ড উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত শাহআলমের পুত্র বলে জানা যায়।