‘গণহত্যা দিবস পালন না করলে জাতীয় বেঈমান’

২৫ মার্চকে যারা গণহত্যা দিবস হিসেবে পালন করবে না, তারা দেশের মানুষের কাছে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবে। সোমবার (১৩ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অল ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গণি ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহ।

তিনি বলেন, জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। কিন্তু বিএনপি এ বিষয়ে কোন কথা বলছে না এবং এ প্রস্তাব পাশকে অভিনন্দনও জানায়নি।

তিনি বলেন, ‘যারা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করবে না তারা জাতির কাছে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবে।’ -বাসস।

শেয়ার করুন