কক্সবাজার পৌর মেয়রের পদত্যাগ ঘোষণা!

আগামী এক মাসের মধ্যে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা নিরসন করতে না পারলে পদ ত্যাগের ঘোষণা দিয়েছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহবুবুর রহমান। সোমবার (১৩ মার্চ) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। সম্প্রতি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হওয়ায় করণীয় নির্ধারণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত পৌর মেয়র জানান, কক্সবাজার শহরের অবৈধ দখলদারদের তালিকা তৈরির কাজ শেষ। ওই তালিকা ধরেই উচ্ছেদ করা হবে। একইসঙ্গে নালা সংস্কারের কাজও শুরু করা হয়েছে।

অসময়ে হঠাৎ বৃষ্টিতে শহরের বাজারঘাটা এলাকা ও বড় বাজার এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, দখলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দখলদার যত প্রভাবশালী হোক না কেন এ মাসের মধ্যে তাদের উচ্ছেদ করা হবে। এ সময় পৌর কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী, হেলাল উদ্দিন কবির, আকতার কামাল বক্তব্য রাখেন।

শেয়ার করুন