কঠোর আইন হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে : দিদারুল আলম এমপি

দেশব্যাপী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সীতাকুণ্ড প্রেসক্লাবের মানববন্ধন

চট্টগ্রাম : ৪(সীতাকুণ্ড)সাংসদ আলহাজ্ব দিদারুল আলম বলেছেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কঠোর শাস্তির বিধান রেখে আইন হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে । কোন অপরাধীই অপরাধ করে পার পাবে না। খুন, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে আগে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। অপরাধ কোথাও সংগঠিত হতে দেখলে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জানাতে হবে। এছাড়াও অপরাধ কোথাও সংগঠিত হতে দেখলে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

“বন্ধ হোক খুন, ধর্ষণ, মাদকের আগ্রাসন”এ শ্লোগানকে সামনে রেখে এবং দেশব্যাপী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আজ শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় সীতাকুণ্ড পৌরসদরের পুরাতন ডিটি রোডে এ মানবন্ধন পালিত হয়।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে আয়োজিত মাববন্ধনে ৩৫টি সংগঠন অংশগ্রহণ করে।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোমিত্র চক্রবর্তী ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল ) শম্পা রানী সাহা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের এম হেদায়েত উল্যাহ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্যাহ মিয়াজী।

মানববন্ধেন সীতাকুণ্ডস্থ ৩৫টি সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের প্রভাষক সুমন, সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলাদা মহিউদ্দিন, সীতাকুণ্ড জোবায়দিয়া মহিলা ফাজিল মাদ্রাসা প্রিন্সিপল মাওলাদা নুরুল কবির, বাংলাদেশ সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিক, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম জাহাঙ্গীর, সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র নাইমুর রহমান, সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, মেঘমাল্লার খেলাঘর আসর, সুরাঙ্গণ খেলাঘর আসরের দেবাশীষ ভট্টাচার্য, ইপসা পরিচালিত কমিউনিটি রেডিও রেডিও সাগরগিরি পক্ষে দিদারুল ইসলাম, মাতৃভূমি সামাজিক সংগঠণ, শুভ সংঘের রঞ্জিৎ সাহা, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির সেক্রেটারি বেলাল হোসেন, বারামখানা’র নাহিদ, প্রথম প্রহর ফাউন্ডেশনের সাদেক, ব্লাড ডোনেট গ্রুপের রুমন, সীতাকুণ্ড যুব উন্নয়নের মনিরুল, পন্থিছিলা মানবসেবা সংগঠনের নুরুল আলম, ইকরা ইসলামী আর্দশ পাঠাগার কুমিরা, আলোর দিশারীর সভাপতি শিমুল, অনিবার্ন বাংলা পরিবার, জ্যোতিশ্বর গীতা শিক্ষা কেন্দ্র’র সুমন দাশ, সিকিউর সিটি, মর্ডাণ হাসপাতাল’র মো: খালেদ, আলপনা সঙ্গীত একাডেমী, শিবপুর ক্রীড়া সংস্থার মোজাম্মেল হোসেন।

মানবন্ধনে স্বাগত বক্তব্য রাখেন,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু।

প্রায় এক কিলোমটার দীর্ঘ মানববন্ধন সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন ডিটি রোডে অবস্থান করে।