ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকার আমন্ত্রণ শেখ হাসিনাকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী মাসে দিল্লি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে রাষ্ট্রপতি ভবনে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। এরপর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকার জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এটা সাধারণত অন্য কোনও দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখা যায় না।’

দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল। ৭ থেকে ১০ এপ্রিল শেখ হাসিনার দিল্লি সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ সফরের ফল (আউটকাম) সম্পর্কে ভারতের রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এ ধরনের একটি বড় সফর হবে আর তার ফলাফল থাকবে না তা তো হতে পারে না। আশা করি, এর ফলাফল সন্তোষজনক হবে।’

শেয়ার করুন