
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার শেরশাহ মোড় এলাকায় বাগদাদ কুলিং কর্ণারের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবা সহ হেলাল উদ্দীন (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটকের পর হেলাল পুলিশকে জানিয়েছে, টেকনাফের ইয়াবা ব্যবসায়ী জাফর তাকে ২০ হাজার টাকায় ভাড়া করেছে। কথা ছিল, ইয়াবাগুলো সে ঢাকায় বিক্রেতার হাতে দিয়ে আসবে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ২০ হাজার টাকা ভাড়ায় ঢাকায় ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল হেলাল। গোপন সংবাদের ভিত্তিতে শেরশাহ মোড়ের বাগদাদ কুলিং ষ্টোরের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। হেলালের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।