রবীন্দ্রসঙ্গীত শিল্পী কৃষ্ণা দাশগুপ্তার প্রয়ান

চট্টগ্রাম : রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিষদের সাবেক শিক্ষিকা এবং মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তের মা কৃষ্ণা দাশগুপ্তা আর নেই।

৮৭ বছর বয়সী এই নারী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে নগরীর একটি ক্লিনিকে মারা গেছেন।

প্রয়াত বিভূতিভূষণ দাশগুপ্তের স্ত্রী কৃষ্ণা দাশগুপ্তা তিন ছেলে ও দুই মেয়ের মা। নগরীর দেওয়ানজী পুকুরপাড়ের বাসিন্দা।

কৃষ্ণা দাশগুপ্তার মেঝ ছেলে রণেন দাশগুপ্ত ভারতের কোলকাতার প্রথিতযশা চিকিৎসক। ছোট ছেলে রণজিৎ দাশগুপ্ত ভারতের আগরতলায় বসবাস করেন। তিনিও প্রথিতযশা আইনজীবী।

রানা দাশগুপ্তের নিকটাত্মীয় সাংবাদিক অঞ্জন কুমার সেন জানিয়েছেন, কৃষ্ণা দাশগুপ্তার মরদেহ দেওয়ানজী ‍পুকুর পাড়ের বাসায় রাখা হবে। মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর বলুয়ার দীঘির পাড় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে।

সাংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া
চট্টগ্রাম প্রেসক্লাবের সহযোগী সদস্য রানা দাশগুপ্তের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সঙ্গীতশিল্পী কৃষ্ণা দাশগুপ্তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফী এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা। বাঙালি সংস্কৃতি চর্চায় তাঁর ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তারা।

গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্যসচিব ডা. চন্দন দাশ, সমন্বয়কারী শরীফ চৌহান, সংগঠক সুনীল ধর ও রাশেদ হাসানও কৃষ্ণা দাশগুপ্তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেল গভীর শোক জানিয়েছেন।

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ মজুমদার ও মহাসচিব শ্যামল পালিত এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পরিমল কান্তি চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষও শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন