
এবারের উইম্বলডনে নোভাক জোকোভিচকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু রবিবার রাতে রজার ফেদেরারের বিপক্ষে ঐতিহাসিক ফাইনাল জিতে সবার নজর কাড়লেন সার্বিয়ান তারকা।
৮ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি।
লর্ডসে উইম্বলডনের শিরোপার লড়াইয়ে রোমাঞ্চকর আর মহাকাব্যিক এক ম্যাচই হয়েছে জোকোভিচ ও ফেদেরারের মধ্যে।
দুটি ম্যাচ পয়েন্ট সেভ করে সুইস তারকার বিপক্ষে ৭-৬ (৭-৫), ১-৬, ৭-৬ (৭-৪), ৪-৬, ১৩-১২ (৭-৩) গেমে পঞ্চম উইম্বলডন জিতেছেন জোকোভিচ। একই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতলেন বিশ্ব রেংকিংয়ের শীর্ষ তারকা।
সেন্টার কোর্টে রবিবার পুরুষ এককের শিরোপা লড়াইয়ে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন রেকর্ড ২০টি গ্র্যান্ডস্স্নাম জয়ী ফেদেরার।