[caption id="attachment_43586" align="aligncenter" width="684"]
অনুদানের চেক তুলে দিচ্ছেন নারী সাংসদ বাসন্তী চাকমা[/caption]
খাগড়াছড়িতে শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেলে জেলা শহরের মহাজন পাড়াস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে খাগড়াছড়ির নয় উপজেলার ৫৬টি বৌদ্ধ বিহারের সভাপতি-সম্পাদকদের হাতে মোট ৭ লাখ ৭৩ হাজার টাকা অনুদানের এ চেক তুলে দেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সংরক্ষিত নারী সাংসদ বাসন্তী চাকমা।
আরো পড়ুন : জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে মিন্নি
আরো পড়ুন : সরাইপাড়ার বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন রাস্তাটির বেহাল দশা
এসময়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা পরিদর্শক দারুন বিকাশ ত্রিপুরা, মহাজন পাড়া সীবলী বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক, ভাইবোনছড়া ইউপি সদস্য, লতিবান বৌদ্ধ বিহারের প্রতিনিধি সত্য নারায়ণ চাকমা ও বিভিন্ন বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরুসহ (ভান্তে) এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দারুন বিকাশ ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি মহাজন পাড়া সীবলী বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক, ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার করুনাময় চাকমা, লতিবান বৌদ্ধ বিহারের প্রতিনিধি সত্য নারায়ণ চাকমা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত