চট্টগ্রাম : স্মার্ট জাতীয় পরিচয়পত্রে যে ছবি ব্যবহার করা হয়েছে তাতে মহিউদ্দিন চৌধুরীর মুখে শ্মশ্রু (দাড়ি) নেই। এ নিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে আপত্তি জানিয়েছেন । বর্তমানে শ্মশ্রুমন্ডিত মহিউদ্দিনের দাবি, কার্ডে ব্যবহৃত ওই ছবি অন্তত ২০ বছর আগের।
স্মার্ট কার্ড হাতে পাওয়ার পর মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, গুরাহাইল্যা ফটো উগ্গা লাগাই দিয়ে। ফটত মইধ্যে আঁর দাড়ি হডে ? ইবা ত আঁর হন কাজত ন আইব। ইঁয়ান লই আঁই কিত্তাম ? (ছোটবেলার ছবি একটা লাগিয়ে দিয়েছে। ছবিতে আমার দাড়ি কোথায় ? এটা তো আমার কোন কাজে আসবে না। এই কার্ড নিয়ে আমি কি করব ?’
এরপর মহিউদ্দিন এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামকে স্যার সম্বোধন করে বলেন, আমার কার্ডে ভুল আছে। এটা কুড়ি বছর আগের ছবি। তখন আমার মোচ (গোঁফ) ছিল, দাড়ি ছিল না। এখন মোচ-দাড়ি দুইটাই আছে। এসময় সাইদুল ইসলাম দ্রুত ছবি সংশোধন করে দেয়ার আশ্বাস দেন।
সোমবার (১৩ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিউদ্দিনসহ চট্টগ্রামের ছয় বিশিষ্টজনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি কে এম নূরুল হুদা। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে প্রথমে স্মার্ট কার্ড তুলে দেন সিইসি।
একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম এবং মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগমও পেয়েছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
আগামী ১৬ মার্চ থেকে কোতোয়ালী ও ডবলমুরিং থানার নাগরিকদের মধ্যে নির্ধারিত স্থানে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাকি চারটি থানা এলাকায় বিতরণ করা হবে।