আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্বগ্রহণ

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্বগ্রহণ

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে।

বিদায়ী কমিটি স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী শামসুল হক।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনাড়ম্বর এ অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটি, নির্বাচন কমিশন এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার পর গত নয় বছরের ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লাবলু আনসার ও শহীদুল ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিটি। খুব শিগগির জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কমিটির অভিষেক হবে।

এর আগে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বিদায়ী কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির কার্যনির্বাহী সদস্য লাবলু আনসার। সভা সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম। কার্যনির্বাহী কমিটির নয়জন সদস্যের মধ্যে পাঁচজন সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন